বিনোদন

রমজানে ইবাদত নিয়ে ব্যস্ত থাকি, এসময় শুটিং করি না: প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক

বিজ্ঞাপন মডেল ও ছোট পর্দার অভিনেত্রী প্রিয়াংকা জামান তার ১৭ বছরের ক্যারিয়ারে খুব সফলতা অর্জন না করলেও কখনো হাল ছাড়েননি। সমানতালে কাজ করে যাচ্ছেন তিনি। 

নাটক, বিজ্ঞাপনে প্রায় সারা বছর ব্যস্ত থাকেন তিনি। কিন্তু এই অভিনেত্রীর রমজান মাসের শিডিউলটা একটু আলাদা। তিনি প্রায় সময়ই সাক্ষাৎকারে ধর্মীয় দায়িত্ব পালনকে গুরুত্ব দিয়েই তুলে ধরেন, ধর্ম নিয়ে তার সতর্ক অবস্থানও প্রকাশ পায় এই সময়। 

এর মাঝেই প্রিয়াংকা জানালেন রোজার সময় শুটিং থেকে বিরত থাকবেন তিনি। এ মাসে শুটিং থাকলেও ইবাদত নিয়েই ব্যস্ত থাকতে চান বলে জানিয়েছেন তিনি।   

প্রিয়াঙ্কা জামান গণমাধ্যমে জানান, রমজান মাসে শুধু আল্লাহর ইবাদত, নামাজ আদায়, পরিবার ও নিজেকে সময় দিয়ে কাটাতে চান তিনি।   

তিনি বলেন, ‘এই একটা মাস আমি কোনো শুটিং করি না। আমি যে ধারাবাহিক নাটকগুলোতে জড়িত আছি এই ধারাবাহিক নাটকের শুটিং না হলে আমি কোনো শুটিংই করি না। এক মাস আমি নিজের প্রতি যত্ন নিই। আর ইবাদত করি। ইবাদতে মশগুল থাকি।’ 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন প্রিয়াংকা জামান