চাঁপাইনবাবগঞ্জে ‘জ্বিন তাড়ানোর’ নামে নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের জেরে কবিরাজকে হাঁসুয়া দিয়ে কুপিয়ের হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার পরে ওই নারীর স্বামী ও সন্তান পলাতক রয়েছে। নিহত কবিরাজ মো. মতি তেলী (৪০) গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের সাহেবগ্রাম এলাকার বাসিন্দা।
রোববার (২ মার্চ) রাতে উপজেলার চৌডালা ইউনিয়নের হরিণগণ গ্রামে এ ঘটনা ঘটে। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, হরিণগণ এলাকার এক রাজমিস্ত্রীর স্ত্রীর ওপর ‘জ্বিন ভর’ করেছে বলে তার চিকিৎসা করতে গতকাল রাতে ওই কবিরাজ সেখানে যান। ‘জ্বিন তাড়ানোর’ কথা বলে ওই রাজমিস্ত্রীর স্ত্রীকে নিয়ে ঘরে ঢোকেন কবিরাজ।
কিছুক্ষণ পর তাদেরকে ঘরে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন রাজমিস্ত্রী ও তার ছেলে। এ সময় ক্ষুব্ধ হয়ে কবিরাজ মতিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে ঘরের দরজা লাগিয়ে পালিয়ে যায় বাবা-ছেলে। পরে রাজমিস্ত্রীর মা ঘরের দরজা খুলে মতির মরদেহ দেখে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় আনে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। আজ সকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলেপরিদর্শন করেছেন। তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি।
আই/এ