বিএনপি

ধর্ষণের শিকার শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢামেকে চিকিৎসাধীন ওই শিশুর পরিবারের সঙ্গে কথা বলেছেন তিনি।

শনিবার (৮ মার্চ) দুপুরে ভুক্তভোগী শিশুর মায়ের সঙ্গে টেলিফোনে কথা বলেন তারেক রহমান। শিশুর চিকিৎসার দায়িত্ব নেওয়ার পাশাপাশি পরিবারকে সহায়তার আশ্বাস দেন তিনি।  আমরা বিএনপির পরিবারেরআহ্বায়ক আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন,  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই ঘটনার নিন্দা জানিয়েছেন। একইসঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান।

এদিকে ওই শিশুকে উন্নত চিকিৎসার জন্য সমাজকল্যাণ উপদেষ্টার নির্দেশে সিএমএইচে পাঠানো হয়েছে।

শিশুর চিকিৎসার বিষয়ে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, শিশুটির অবস্থা ক্রিটিক্যাল। গতকাল রাত থেকে ভেন্টিলেশনে রাখা হয়েছে, তার অবস্থা ভালো না। ধর্ষণের পাশাপাশি তার গলা চেপে ধরা হয়েছিলো।  চিকিৎসকরা বলছেন, গলা চেপে ধরার কারণে তার শ্বাসকষ্ট হয়েছে। এ কারণে তার সমস্যাগুলো আরও বেশি হচ্ছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন তারেক রহমান