ভারত অবশ্যই চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতবে, যদি ভিরাট কোহলি তার ফর্ম ধরে রাখে। এমন মন্তব্য করেছেন কোহলির শৈশবের কোচ রাজকুমার শর্মা। ভারত ও নিউজিল্যান্ড, রোববার (৯ মার্চ) দুবাইতে ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে।
ভারতীয় সংবাদমাধ্যম এএনআই’কে দেওয়া সাক্ষাৎকারে রাজকুমার শর্মা বলেন, ‘এটা বড় একটা ম্যাচ। যেভাবে ভারত এই টুর্নামেন্টে খেলেছে, আমি আশা করি তারা পারফর্ম করবে এবং ফাইনাল জিতবে। এখন পর্যন্ত ভারত সবগুলো ম্যাচই জিতেছে, সবাই অবদান রেখেছে। তারা ভালো একটা দলের মতোই খেলেছে। আমি খুবই আত্মবিশ্বাসী যে, দলটি শিরোপা জিতে যাবে।‘
এরপর তিনি বলেন, ‘আমি খুব আশাবাদী, ভিরাট কোহলি তার ফর্ম ধরে রাখবে এবং যেভাবে খেলছেন, সেভাবে খেলে যাবেন। তারা যদি এভাবে খেলে যায়, ভারত অবশ্যই ম্যাচটি জিতে যাবে।‘
রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল দারুণ পারফরম্যান্সে ফাইনাল নিশ্চিত করেছে। গ্রুপ পর্বের তিন ম্যাচসহ সেমিফাইনাল জিতে ফাইনালে উঠেছে তারা। এখন কেবল একটি ম্যাচই বাকি ট্রফি উঁচিয়ে ধরতে।
এমএইচ//