তালেবান যোদ্ধাদের হামলার পাকিস্তানের আধা সামরিক বাহিনীর চার সদস্য নিহত হয়েছেন। আফগান সীমান্তবর্তী খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কুররাম জেলায় একটি তল্লাশি চৌকিতে রোববার সকালে এই হামলার ঘটনা ঘটে। জেলার এক পুলিশ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছে- আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ কর্মকর্তা বলেন, ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত সন্ত্রাসীরা রোববার সকালে তল্লাশি চৌকিতে হামলা চালায়। এতে চার সেনা মারা যায়। আহত হয় আরও সাত জন।
২০২১ সালে তালেবান আফগানিস্তানের রাষ্ট্র ক্ষমতায় বসার পাকিস্তানে সহিংসতার পরিমাণ বেড়ে গেছে। পাকিস্তানি তালেবান, তেহরিক-ই-তালেবান, টিটিপি নামে পরিচিত। সংগঠনটি পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে বেশ সক্রিয়।
টিটিপিকে মদদ দিচ্ছে কাবুল, এমন অভিযোগ অনেকদিন ধরে করে আসছে ইসলামাবাদ। গেলো সপ্তাহে খাইওবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু জেলায় আত্মঘাতী হামলাকারীদের হামলায় ১৩ বেসামরিক নাগরিক ও ৫ সেনা নিহত হয়।
ইসলামাবাদভিত্তিক সংস্থা সেন্টার ফর রিসার্চ এন্ড সিকিউরিটি স্টাডিজের মতে, ২০২৪ সালে সন্ত্রাসী হামলায় পাকিস্তানে ১৬০০ মানুষ নিহত হয়েছে।
এনএস/