খেলাধুলা

বিসিবির পুরষ্কারের অর্থ পেল এশিয়া কাপের শিরোপাজয়ী দল

স্পোর্টস ডেস্ক

ছবি: এসিসি

গত বছর যুব এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে এশিয়ার সেরা হয় বাংলাদেশ। এতে টানা দ্বিতীয়বারের মতো যুবা টাইগাররা এই শিরোপা জয় করে। সেসময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, বাংলাদেশের এই তরুণ টাইগারদের পুরস্কৃত করবে তারা।

ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়া সেই ফাইনালে ভারতকে ৫৯ রানে পরাজিত করে বাংলাদেশ।

বিসিবিকথামতো রোববার (৯ মার্চ) থেকে পুরষ্কারের অর্থ পাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা। ক্রিকেটার ও কোচিং স্টাফ সদস্যদের ৩ লাখ টাকা করে প্রদান করছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। এই অর্থ নগদ চেকের মাধ্যমে ক্রিকেটারদের কাছে পৌঁছানো হচ্ছে।

সবশেষ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে ১৯৮ রান সংগ্রহ করে আজিজুল হাকিমের বাংলাদেশ দল। যেখানে ইনিংস সর্বোচ্চ ৪৭ রান করেন। এছাড়াও শিহাব জেমস ৪০ ও ফরিদ হাসান ৩৯ রান করেন। পরবর্তীতে আজিজুল তামিম ও দেবশীষ দেবার দুর্দান্ত বোলিংয়ে ১৩৯ রানে অলআউট হয় ভারত।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন যুব এশিয়া কাপের ফাইনালে | বিসিবি | পুরষ্কার | বাংলাদেশ