বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের নাম ঘোষণা করেছে। এই চুক্তিতে নাম থাকলেও মাহমুদউল্লাহ রিয়াদ নিজের নাম সরিয়ে নিতে বিসিবির কাছে অনুরোধ করেছেন। এই প্রেক্ষিতে চলতি বছরের মার্চ থেকে মাহমুদউল্লাহ আর চুক্তিতে থাকছেন না।
ওয়ানডে থেকে অবসর নেওয়ায় ‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে দেওয়া হয়েছে মুশফিকুর রহিমকে।
ক্রিকেটারদের মোট ৪ ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। সংস্করণ ভেদে অবশ্য চুক্তি হচ্ছে না। চার ক্যাটাগরি হলো; এ+, এ, বি, সি ও ডি। এই চার ক্যাটাগরির ক্রিকেটাররা আলাদা আলাদা বেতনে অন্তর্ভুক্ত থাকবেন।
তাসকিন আহমেদ আছেন ‘এ+’ ক্যাটাগরিতে। তিনি মাসিক সর্বোচ্চ ১০ লাখ টাকা বেতন পাবেন।
‘এ’ ক্যাটাগরিতে থাকা চার ক্রিকেটার হলেন; নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ। এই ক্রিকেটাররা মাসিক পাবেন ৮ লাখ টাকা।
‘বি’ ক্যাটাগরিতে আছেন; মুমিনুল হক, তাইজুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, ও নাহিদ রানা। তাদের বেতন মসিক ৬ লাখ টাকা ধরা হয়েছে।
‘সি’ ক্যাটাগরিতে আছেন; সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলি অনিক, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও শেখ মেহেদী। তারা বেতন পাবেন মাসিক ৪ লাখ টাকা করে।
‘ডি’ ক্যাটাগরিতে আছেন ২ ক্রিকেটার; নাসুম আহমেদ ও খালেদ আহমেদ। তারা প্রতি মাসে ২ লাখ টাকা পাবেন।
এমএইচ//