আন্তর্জাতিক

পাকিস্তানের রাষ্ট্রদূতকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

তুর্কিমিনিস্তানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত কে কে আহসান ওয়াগন

তুর্কিমিনিস্তানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত কে কে আহসান ওয়াগনকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেয়নি মার্কিন অভিবাসন কর্মকর্তারা। পাকিস্তানি এই জেষ্ঠ্য কুটনীতিককে লস অ্যাঞ্জেলেস বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।   

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জেষ্ঠ্য কর্মকর্তা বলেছেন, ওয়াগন ব্যক্তিগত কাজে লস অ্যাঞ্জেলেস গিয়েছিলো। তাঁর কাছে বৈধ ভিসা ও ভ্রমণের সব ধরনের কাগজপত্র ছিলো। লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর মার্কিন অভিবাসন কর্মকর্তারা তাঁকে আটকে দেয়।

ওই কর্মকর্তা আরও জানান, অভিবাসন সংক্রান্ত কোন সমস্যার কারণে হয়ত তাঁকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেয়নি। তবে ঠিক নির্দিষ্ট কী কারণে ঢুকতে দেয়নি এ ব্যাপারটি এখনো পরিষ্কার হয়নি। তবে বিভিন্ন প্রতিবেদন বলছে, বিতর্কিত ভিসা রেফারেন্সের’ অভিযোগের কারণে ওয়াগনকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্মকর্তারা।

অন্যদিকে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে সবাইকে যেকোনো ধরনের অনুমান থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। 

এনএস/  

এ সম্পর্কিত আরও পড়ুন #পাকিস্তান #যুক্তরাষ্ট্র #রাষ্ট্রদূত