দেশজুড়ে

চাচার বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ

বায়ান্ন প্রতিবেদন

ছবি: প্রতীকী/সংগৃহীত

সাভারের আশুলিয়ায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি শিশুটির চাচা। তার নাম রাসেল। ঘটনার পর থেকে অভিযুক্ত রাসেল পলাতক রয়েছেন বলে জানা যায়।

মঙ্গলবার (১১ মার্চ) সকালে আশুলিয়ার কাঁইচাবাড়ির এক বাড়িতে এই ঘটনা ঘটে। আশুলিয়া থানায় ভুক্তভোগীর পরিবার একটি লিখিত অভিযোগ করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র যানায়, ভুক্তভোগী শিশুটি তার বাবা ও মায়ের সঙ্গে কাঁইচাবাড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস থাকে। তার বাবা-মা উভয়েই একটি পোশাক কারখানার শ্রমিক। তিন দিন আগে ভোলা জেলা থেকে তার সম্পর্কে চাচা রাসেল চাকরির খোঁজে তাদের বাসায় আসে।

মঙ্গলবার সকালে কন্যাশিশুকে বাসায় রেখে তার মা-বাবা কারখানায় কাজ করতে গেলে ফাঁকা বাসায় একা পেয়ে শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যায় রাসেল। পরে ভুক্তভোগী শিশুটির পরিবার আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেন।

আশুলিয়ায় থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন বলেন, অভিযোগ পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এছাড়াও অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানিয়েছেন পরিদর্শক কামাল হোসেন। 

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন সাভার | আশুলিয়া | ধর্ষণ | শিশু