খেলাধুলা

আইসিসি র‍্যাংকিংয়ে ভারতীয় ব্যাটারদের জয়জয়কার

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর আইসিসি র‍্যাংকিংয়ে ভারতীয়দের জয়জয়কার। ওডিআই র‍্যাংকিংয়ের শীর্ষ ৮ ব্যাটারের মধ্যে ৪ জন ভারতীয় দলের। এছাড়াও দলটির দুই স্পিনার আছেন বোলিং র‍্যাংকিংয়ের সেরা দশে।

অপরাজিত থেকে শিরোপা নিশ্চিত করে টুর্নামেন্ট শেষ করে ভারতীয় দল। আইসিসি ওডিআই ব্যাটিং র‍্যাংকিংয়ে শুবমান গিল এখনো শীর্ষেই আছেন। ফাইনালে ৭৬ রান করে প্লেয়ার অব দ্য ম্যাচ হওয়া রোহিত শর্মা দুই ধাপ এগিয়ে ৩ নম্বরে উঠে এসেছেন। ভিরাট কোহলি, পুরো টুর্নামেন্টে ২১৮ রান করে র‍্যাংকিংয়ের ৫ এ অবস্থান করছেন। শ্রেয়াস আইয়ার আছেন ৮ নম্বর অবস্থানে।

বোলিং র‍্যাংকিংয়ে কুলদীপ যাদব ৩ নম্বরে এবং রবিচন্দ্রন অশ্বিনের অবস্থান ১০ নম্বরে।

ওডিআই র‍্যাংকিংয়ের সেরা দশের ৮ জন ভারতীয় ব্যাটসম্যান
ওডিআই র‍্যাংকিংয়ের সেরা দশের ৮ জন ভারতীয় ব্যাটসম্যান

চ্যাম্পিয়নস ট্রফির রানার-আপ দল নিউজল্যান্ডের ক্রিকেটাররাও র‍্যাংকিংয়ে উন্নতি করেছেন। ওডিআই বোলিং র‍্যাংকিংয়ে দুই নম্বরে উঠে এসেছেন মিচেল স্যান্টনার। তিনি এগিয়েছেন ৬ ধাপ। টুর্নামেন্টজুড়ে ঝুলিতে পুরেছেন ৯ উইকেট। ওডিআই অলরাউন্ডার হিসেবে তার অবস্থান চার নম্বরে।

এদিকে টুর্নামেন্ট সেরা হয়েছেন রাচিন রবীন্দ্র। দুই সেঞ্চুরিতে ৪ ম্যাচ খেলে ২৬৩ রান সংগ্রহ করেছেন তিনি। ওডিআই র‍্যাংকিংয়ের ব্যাটিং তালিকায় ১৪ ধাপ এগিয়ে ১৪ নম্বরে এখন তার অবস্থান।

এমএইচ//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন ওডিআই র‍্যাংকিং | আইসিসি র‍্যাংকিং | ভারত | নিউজিল্যান্ড