বিনোদন

কোন শিক্ষায় সন্তানকে বড় করার পরিকল্পনা সিদ্ধার্থের

বায়ান্ন বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

বিয়ের দু’বছর পর কিয়ারা-সিদ্ধার্থ জুটি ঘোষণা করেছেন, শীঘ্রই তাদের সংসারে একটি নতুন সদস্যের আগমন হতে চলেছে।

অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রা গণমাধ্যমের সামনে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি ও কিয়ারা পরিকল্পনা অনুযায়ী সামনের দিকে এগিয়ে যাচ্ছেন।

অনেক আগের এক সাক্ষাৎকারে সিদ্ধার্থ বলেছিলেন,যদি সন্তানের প্রয়োজন হয়, তবেই আমি বিয়ে করব।এখন তারা জীবনের এক নতুন পদক্ষেপ নিয়ে সন্তানের জন্য প্রস্তুতি নিচ্ছেন।

সন্তানকে কিভাবে বড় করবেন, সেই বিষয়ে সিদ্ধার্থ নিজের পরিকল্পনা ভাগ করে নেন। তিনি বলেন,আমার লক্ষ্য থাকবে সন্তানকে সঠিক শিক্ষা দেওয়া এবং নিয়ম মেনে জীবনযাপন করা। সন্তানকে বড় করার সময় নিয়মানুবর্তিতা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। কন্যা হোক বা পুত্র, আমি চাই তাকে সুষ্ঠু এবং সুন্দরভাবে বড় করতে।"

অন্যদিকে কিয়ারা আডবাণী সন্তানের ব্যাপারে আরও এক পদক্ষেপ প্রকাশ করেছেন। কিয়ারা জানিয়েছিলেন,তাদের যদি কন্যাসন্তান হয়, তবে তিনি চান সে যেন বলিউডের বেবো, কারিনা কাপূর খানের মতো গুণাবলী অর্জন করে। কিয়ারা বলেন,করিনার আত্মবিশ্বাস, তার অভিব্যক্তি এবং ব্যক্তিত্ব—এগুলি সবই আমি আমার কন্যার মধ্যে দেখতে চাই। কারিনা সব দিক থেকে অসাধারণ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কিয়ারা ও সিদ্ধার্থ এক পোস্ট শেয়ার করেছেন যেখানে তাদের দুজনের হাতে ছোট্ট একটি মোজা রাখা ছিল। ক্যাপশনে লেখা ছিল, "আমাদের জীবনের সেরা উপহার, শীঘ্রই আসছে।" এই পোস্টের মাধ্যমে তাদের সুখবরটি প্রকাশিত হয়। তাদের এই পোস্টের সাথে সাথে বলিউডের বহু তারকা যেমন নেহা ধুপিয়া এবং কারিনা কাপূরসহ আরও অনেকে শুভেচ্ছা জানিয়েছেন।

এই মুহূর্তে কিয়ারা ও সিদ্ধার্থের পরিবারে আগত এই ছোট্ট নতুন সদস্যের জন্য সবাই অপেক্ষা করছে এবং তাদের জীবনের নতুন অধ্যায়ের জন্য শুভকামনা জানাচ্ছে।

এসকে//