বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার গণেশ আচারিয়া পরিচালিত ছবি ‘পিন্টু কি পাপ্পি’২১ মার্চ মুক্তি পাবে।গেলো সোমবার ছবির প্রচারণায় এক বিশেষ মিউজিক্যাল সাফল্য পার্টি আয়োজন করা হয়েছিল, যেখানে উপস্থিত ছিলেন বহু তারকা।
রেখা থেকে অজয় দেবগন, সেদিন এক ছাদের তলায় ছিলেন বলিউডের বিভিন্ন প্রজন্মের পরিচিত মুখেরাও।অনুষ্ঠানে অজয় দেবগন তার বন্ধু গণেশ আচারিয়ার প্রশংসা করতে গিয়ে বলেন,গণেশ শুধু আমার বন্ধু নয় বরং অসাধারণ কোরিওগ্রাফারও। আমি তার সঙ্গে কাজ করেছি এবং সে যে কোনো একজন অভিনেতাকে নাচ শিখাতে পারে সেটিও প্রশংসনীয়। আজ এখানে নতুন অভিনেতাদের শুভকামনা জানাতে এসেছি।আশা করি তারা দারুণ কাজ করবে।
নবাগত অভিনেতাদের উদ্দেশ্যে অজয় বলেন,জীবনে ভালো-খারাপ সময় বলে কিছু নেই। নেবে। জীবনের উত্থান-পতন আসবেই কিন্তু নিজের কাজের প্রতি দৃঢ় বিশ্বাস রাখুন।আপনি যদি আপনার কাজের প্রতি আস্থা রাখেন এবং পরিশ্রম করেন, একদিন পৃথিবী আপনাকে খুঁজে নেবে। অজয়ের বলিউডে পা রাখার অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন,১৯৯১ সালে যখন ‘ফুল অউর কাঁটে’ মুক্তি পেয়েছিল, তখন এত মিডিয়া ছিল না। আমরা ছবির মুক্তির এক সপ্তাহ পর জানতাম হিট না ফ্লপ হয়েছে। তবে এখনকার অভিনেতাদের ওপর প্রচুর চাপ থাকে।বর্তমান সময়ের সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে অজয় বলেন, এ সব দেখার সময় আমার নেই। যারা বিশেষ, তাদের নিয়ে আলোচনা হবেই।
বলিউডের স্টাইল আইকন রেখাও সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।যিনি সবসময় তার সাবেকি স্টাইলে পরিচিত। তবে এবার তিনি একেবারে নতুন স্টাইল নিয়ে উপস্থিত হয়ে সবার নজর কাড়েন। সাদা প্যান্ট-স্যুট, সাদা টুপি, সোনালি অলংকার এবং সোনালি স্নিকার পরিধান করে রেখা সবাইকে অবাক করেন।
তিনি নবাগতদের উদ্দেশে বলেন,এই পেশার প্রতি আমার ভালোবাসা ছিল, আমি মিউজিক, নাচ, সংলাপ, ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি—সবকিছুই অন্তর থেকে ভালোবেসে কাজ করেছি। আমি শুধু নতুনদের বলতে চাই, যতটা পারেন এগুলো অনুসরণ করুন।কারণ আপনাদের জীবন এখন শুরু হয়েছে।
‘পিন্টু কি পাপ্পি’ ছবির তিন নবাগত অভিনেতা হলেন সুশান্ত থামকে, জানয়া যোশী, এবং বিধি যাদব। ছবিতে আরও আছেন গণেশ আচারিয়া, বিজয় রাজ, মুরালি শর্মা, সুনীল পাল, আলি আসগর সহ অন্যান্য শিল্পীরা।এই অনুষ্ঠানে অজয়, রেখা, ছবির নায়ক-নায়িকা ছাড়াও উপস্থিত ছিলেন গণেশ আচারিয়া, উদিত নারায়ণ, হিমেশ রেশমিয়া, সুনীল পাল সহ আরও অনেক তারকা।
এসকে//