গাজায় যুদ্ধবিরতির পরবর্তী পর্যায়ে আলোচনা শুরু হলে জিম্মি মার্কিন-ইসরাইলি নাগরিককে মুক্তি দেওয়ার প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। শুক্রবার (১৪ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর।
হামাস জানিয়েছে, তারা নিউ জার্সির বাসিন্দা ২১ বছর বয়সী এডান আলেকজান্ডারকে মুক্তি দেওয়ার প্রস্তাব দিয়েছে। তিনি ইসরাইলি সেনাবাহিনীর একজন সৈনিক।
চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছিলেন, আলেকজান্ডারের মুক্তি ‘সর্বোচ্চ অগ্রাধিকার’ পাবে। সম্প্রতি মার্কিন জিম্মি-বিষয়ক দূত অ্যাডাম বোহলার আলেকজান্ডারের মুক্তির জন্য হামাস নেতাদের সঙ্গে দেখা করেছেন।
যুদ্ধবিরতির পরবর্তী পর্যায়ের আলোচনায় মার্কিন নাগরিককে মুক্তি দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরাইল।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় আলেকজান্ডারকে মুক্তি দেওয়ার প্রস্তাবকে ‘কারচুপি এবং মনস্তাত্ত্বিক যুদ্ধ’ বলে অভিহিত করেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের প্রস্তাব ইসরাইল গ্রহণ করলেও হামাস এটির অস্বীকৃতিতে অটল এবং এক মিলিমিটারও পিছপা হয়নি।
ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় আরও জানিয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শনিবার রাতে তার মন্ত্রীসভার সঙ্গে বৈঠক করে পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন এবং পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
এমএ//