বিনোদন

বিয়ে নিয়ে কী বললেন আদিত্য-অনুষা?

বায়ান্ন বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

আদিত্য সেনগুপ্ত ও অনুষা বিশ্বনাথন বর্তমানে ছোট পর্দার জনপ্রিয় জুটি। সম্প্রতি সেনগুপ্ত পরিবারের ছাদে একসাথে সময় কাটানোর পর তারা নিজেদের সম্পর্ক এবং ভবিষ্যৎ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। 

আদিত্য ও অনুষা ছাদে রং খেলছিলেন। যেখানে বিকেলের রোদের মধ্যে তাদের মুখে খুশি স্পষ্ট ছিল। অনুষা সাদা সালোয়ার-কামিজ আর গোলাপি ফুলছাপ ওড়না পরেছিলেন আর আদিত্য পরেছিলেন বাসন্তী রঙের পাঞ্জাবি। পুরো দৃশ্যটাই ছিল মনোমুগ্ধকর।

তবে প্রশ্ন উঠছে, সেনগুপ্ত পরিবার কি আদিত্য-অনুষার সম্পর্ক নিয়ে কিছু সিদ্ধান্ত নিয়েছে? এই প্রশ্নের উত্তরে, দু'জনেই কিছুটা সাবধানে উত্তর দেন। অনুষা বলেন, এখনই বিয়ে নিয়ে ভাবছি না। আমাদের অনেক পথ চলতে হবে। তবে আদিত্যর পরিবারে আমার যাতায়াত রয়েছে কিন্তু সে আগে আমরা ভালো বন্ধু।  আদিত্য বলেন,আমার পরিবার অনুষাকে পছন্দ করে, তবে আমরা এখনও পেশাগতভাবে স্থির হতে পারিনি। বিয়ের জন্য সময় আসবে।

এদিকে সম্পর্ক নিয়ে কিছুদিন ধরে যে দ্বিধা বা ভয় নিয়ে কথা উঠছে সে বিষয়ে আদিত্য বলেন,এ বছর দোলের দিনে শুক্রবার(১৪ মার্চ) আমার বাবা দেবাংশু সেনগুপ্তের মৃত্যুবার্ষিকী ছিল। আমি, মা খেয়ালি দস্তিদার এবং বাপি অরিন্দম গঙ্গোপাধ্যায় বাবার গল্প করছিলাম।তিনি আরও বলেন, বাবা-মায়ের বিচ্ছেদ সত্যি, কিন্তু আমার মা এখন খুশিই আছেন। বাপি আমাকে ভালোভাবে বড় করেছে।

আদিত্য আরও বলেন, আমি সম্পর্কের উত্থান-পতন দুটোই দেখেছি, তাই আমি দায়িত্ব নিতে ভয় পাই না।মোটকথা, আদিত্য ও অনুষার সম্পর্কের ভবিষ্যৎ এখনও নিশ্চিত নয়।তবে তারা জানিয়েছেন, এখন তাদের প্রধান লক্ষ্য ক্যারিয়ার গড়া এবং নিজেদের প্রতিষ্ঠিত হওয়া। পরে বিয়ের বিষয় ভাববেন। 

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন আদিত্য সেনগুপ্ত | অনুষা বিশ্বনাথন