খেলাধুলা

'সাকিব আল হাসান মেগাস্টার', তারকাখ্যাতির প্রশ্নে হামজা

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

হামজা চৌধুরী এখন অবস্থান করছেন তার গ্রামের বাড়ি সিলেটের হবিগঞ্জে। সেখানেই তাকে ঘিরে উচ্ছ্বাস, উন্মাদনায় ভাসছে মানুষ। বাংলাদেশের ফুটবলের জন্য তিনি কতটা ভালো করতে পারবেন, তা সময়ের ব্যাপার। তবে আজ সারাদিন বাংলাদেশের ফুটবলে কেবল এই একটা নামই ছিল- হামজা চৌধুরী।

সোমবার (১৭ মার্চ) হবিগঞ্জের স্নানঘাটে তাকে সংবর্ধনা দেওয়া হয়। এরপর হামজা কথা বলেন গণমাধ্যমের সঙ্গে।

সাংবাদিকদের থেকে অনেকরকম প্রশ্নে উঠে এসেছে সাকিব আল হাসানের প্রসঙ্গ। সাকিব ক্রীড়াঙ্গনে বাংলাদেশের সবচেয়ে বড় তারকা। এক সাংবাদিক যখন প্রশ্ন করেন হামজাকে তুলনা করা হচ্ছে সাকিবের সঙ্গে- তখন তিনি উত্তর দেন, আমার মনে হয় না ওখানে গেছি এখনো। সাকিব আল হাসান মেগাস্টার। সে বিশ্ব লেভেলে অনেক বছর ডমিনেট করেছে। আমার মনে হয় না… (তুলনা করা ঠিক হচ্ছে)।’

সাকিবের খবর অবশ্য বেশ ভালোভাবেই জানেন হামজা। এর আগেও গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সাকিবের প্রশংসা করে হামজা কথা বলেছেন। এমনকি বাংলাদেশের ক্রিকেট খেলা থাকলেও, তিনি আপডেট রাখার চেষ্টা করেন।

এমএইচ// 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন হামজা চৌধুরী | সাকিব আল হাসান