নিউজিল্যান্ড ‘এ’ দল বাংলাদেশ সফর করতে যাচ্ছে। মূলত রাজনৈতিক কারণে স্থগিত হওয়া সিরিজ খেলতে আসছে তারা। কিছুদিন আগেই নিউজিল্যান্ডের প্রতিনিধি দল মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করে গেছেন।
বুধবার (১৮ মার্চ) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে সিরিজের সূচি ও ভেন্যু প্রকাশ করা হয়েছে।
২০২৪ সালের সেপ্টেম্বর মাসে লাল বলে ২ টি চারদিনের টেস্ট ম্যাচ ও ৩ টি একদিনের ওয়ানডে ম্যাচ খেলতে আসার কথা ছিল নিউজিল্যান্ড ‘এ’ দলের। বাংলাদেশের রাজনৈতিক কারণেই সেই সিরিজটি স্থগিত হয়ে যায়।
নতুন সূচি অনুযায়ী, আগামী ৫ মে থেকে সিলেটে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওই মাঠে সিরিজের দ্বিতীয় ওয়ানডে হবে ৭ মে। সিরিজের শেষ ম্যাচটিতে দুই দল মুখোমুখি হবে ১০ মে।
দুইটি চারদিনের ম্যাচ শুরু হবে ওয়ানডে সিরিজ শেষেই। সিলেটে প্রথম চারদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে ১৪ মে। এরপর শেষ টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে ২১ মে, মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম।
এমএইচ//