আইন-বিচার

জাগপার নিবন্ধন ফিরিয়ে দিতে হাইকোর্টের নির্দেশ

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) নিবন্ধন ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নির্বাচন কমিশনকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

আজ বুধবার (১৯ মার্চ) বিচারপতি মোহাম্মদ উল্লাহ ও বিচারপতি ফয়েজ আহমেদের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে জাগপার পক্ষে শুনানি করেন দলটির চেয়ারম্যান ব্যারিস্টার তাসমিয়া প্রধান। ভাইস চেয়ারম্যান রাশেদ প্রধান আদালতে উপস্থিত ছিলেন।

এই রায়ের মাধ্যমে ৩৬ নম্বর নিবন্ধন ফিরে পেল দলটি।

১৯৮০ সালের ৬ এপ্রিল শফিউল আলম প্রধানের নেতৃত্বে যাত্রা শুরু করে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা অনুযায়ী ২০০৮ সালের ২০ নভেম্বর জাগপা নির্বাচন কমিশন থেকে নিবন্ধন লাভ করে।

এক যুগেরও বেশি সময় অতিবাহিত হওয়ার পর ২০২১ সালের ১ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন জাগপার নিবন্ধন বাতিল করে। বুধবার প্রায় ৪ বছর ২ মাস পরে দলটি নিবন্ধন ফিরে পেল।

জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেন, ‘মহান রাব্বুল আলামীনের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা আমাদের রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছি। দেশ ও জনগণের প্রয়োজনে জাগপার সংগ্রাম চলবে।

 

জেএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন জাগপা | হাইকোর্ট