উয়েফা নেশন লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে স্পেন। ম্যাচটি আজ, বৃহস্পতিবার (২০ মার্চ) অনুষ্ঠিত হবে নেদারল্যান্ডসের মাঠে। এরপর ফিরতি লিগ হবে আগামী রোববার (২৩ মার্চ)। এই ম্যাচ দুইটি রোজা রেখে খেলবেন লামিনে ইয়ামাল। এ নিয়ে কোনো আপত্তি নেই স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তের।
বুধবার (২০ মার্চ) রাতে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে কথা বলেন স্পেন কোচ।
ইয়ামাল প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা আমাদের কাছে বেশ স্বাভাবিক একটা ব্যাপার। সে তার ক্লাবে (বার্সেলোনা) যে ধরনের নীতিমালা, নিয়মকানুন মেনে চলেছে, এখানেও সেটাই করবে। চিকিৎসা দল আছে, পুষ্টিবিদ আছে- তারা তাকে খাওয়াদাওয়া সম্পর্কে নির্দেশিকা দিয়েছে।‘
ইয়ামালের জন্ম স্পেনে, তার বাবা মুনির নাসরাউয়ি মরক্কোর একজন মুসলিম। ইয়ামাল রোজা রাখার সিদ্ধান্ত নিয়েছেন, তা কিছুদিন আগেই গণমাধ্যমের খবরে এসেছে। এর আগেও স্পেন দলে মুসলিম ফুটবলার খেলেছেন।
স্পেন কোচ লা ফুয়েন্তে আরও বলেছেন, ‘সকল বিশ্বাসের প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে। সে খেলার জন্য খুব ভালো অবস্থায় আছে। আমি আগে এমন পরিস্থিতির সম্মুখীন হইনি সত্য। কিন্তু আপনাকে তো এগিয়ে যেতে হবে সবসময়।‘
এমএইচ//