খেলাধুলা

চ্যাম্পিয়নস ট্রফি জিতে বিশাল অঙ্কের বোনাস পাচ্ছে ভারতীয় দল

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস ট্রফিতে চ্যাম্পিয়ন হয়ে বড় অঙ্কের পুরস্কার পেতে যাচ্ছে ভারতীয় দল। দেশটির ক্রিকেট বোর্ড, বিসিসিআই ঘোষণা করেছে ভারতীয় দল ৫৮ কোটি রুপি বা ৮১ কোটি ৬৯ লাখ টাকা বোনাস দেবে পুরো দলকে। শুধু স্কোয়াডের খেলোয়াড়বৃন্দ নয়, পাশাপাশি কোচিং ও স্টাফরা এবং নির্বাচক কমিটির সদস্যরা এই অর্থ পুরস্কারের অংশ হচ্ছেন।

চ্যাম্পিয়নস ট্রফির সদ্য শেষ হওয়া আসরে গত ৯ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনাল জিতে নেয় ভারত। সেই ম্যাচে কিউইদের ৪ উইকেটে হারিয়ে দেয় তারা।

বিসিসিআই এর দেওয়া সংবাদবিজ্ঞপ্তি বলছে, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ জেতায় ভারতীয় দলের জন্য নগদ ৫৮ কোটি রুপি পুরস্কার ঘোষণা করতে পেরে আনন্দিত বিসিসিআই। এই আর্থিক স্বীকৃতি খেলোয়াড়, কোচিং, সাপোর্ট স্টাফ এবং ছেলেদের নির্বাচন কমিটির সদস্যদের জন্য সম্মানী।

ভারতীয় দল চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতে আইসিসি থেকে ২২ লাখ ৪০ হাজার মার্কিন ডলার অর্থ পুরস্কার পায়। যা বাংলাদেশি মুদ্রায় ২৭ কোটি ২২ লাখ টাকার বেশি।

এমএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন ভারত | বোনাস | বিসিসিআই | চ্যাম্পিয়নস ট্রফি