আন্তর্জাতিক

হিথ্রো বিমানবন্দরে আগুনের কারণে বিদ্যুৎ বিভ্রাট, ফ্লাইট চলাচল বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

লন্ডনের হিথ্রো বিমানবন্দরের একটি ইলেকট্রিকাল সাবস্টেশনে মধ্যরাতে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিমানবন্দরের বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের বিপর্যয় দেখা দেয়। ফলে বৃহস্পতিবার (২০ মার্চ) গভীর রাত থেকে ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। 

বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হিথ্রো ২১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে। যাত্রীদের এ সময় বিমানবন্দরে না আসার পরামর্শ দিয়েছে বিমান বন্দর কর্তৃপক্ষ। এসময় সাময়িক অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার২৪ জানিয়েছে, হিথ্রোর পরিস্থিতির কারণে প্রায় ১২০টি বিমানের রুট পরিবর্তন করা হয়েছে। কিছু বিমানকে বিকল্প বিমানবন্দরে পাঠানো হচ্ছে, আবার কিছু ক্ষেত্রে সেগুলোকে মূল গন্তব্যে ফিরিয়ে নেওয়া হচ্ছে। 

এই ঘটনার ফলে বহু যাত্রী বিপাকে পড়েছেন, বিশেষ করে যাদের জরুরি ভ্রমণের পরিকল্পনা ছিল। পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

খবর: আলজাজিরা

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন হিথ্রো | হিথ্রো বিমানবন্দর