খেলাফত মজলিস ও লেবার পার্টির সঙ্গে সংলাপে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। শনিবার (২২ মার্চ) সংসদ ভবনের এলডি হলে এই বৈঠক শুরু হয়।
বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজসহ কমিশনের কর্মকর্তারা এতে উপস্থিত রয়েছেন।
বৃহস্পতিবার (২০ মার্চ) প্রথমদিন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) বৈঠক করেছে কমিশনের সঙ্গে।
বৈঠকে এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল অংশ নেয় । বৈঠক শেষে দলটি জানায়, ঐকমত্য কমিশনের ১৬৬ সুপারিশের মধ্যে ১২০টিতেই একমত তারা। ৪২টিতে তারা সম্মত নয়।
সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য গঠনের উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়েছে। গেলো ১৫ ফেব্রুয়ারি ওই কমিশনের কার্যক্রম শুরু হয়।
এমএ//