প্রাক্তন প্রেমিকা সুস্মিতা সেনের সাথে বিচ্ছেদের পরও রোহমন শোল সুস্মিতার জীবনে এখনও রয়ে গেছেন। যদিও তিনি নিজেকে সিঙ্গেল বলে দাবি করেন। কিন্তু এখনও তার এবং সুস্মিতার সম্পর্ক বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ রয়েছে।
২০১৮ সালে সুস্মিতা এবং রোহমনের প্রথম পরিচয় হয় ইনস্টাগ্রামের মাধ্যমে। এরপর তাদের সম্পর্ক দীর্ঘ ৩ বছর স্থায়ী হয়। তবে ২০২১ সালে তারা বিচ্ছেদের ঘোষণা দেন। বিচ্ছেদের পরেও সুস্মিতার জীবন থেকে রোহমনের উপস্থিতি কাটেনি।
সম্প্রতি আবারও সুস্মিতার পাশে দেখা যাচ্ছে তাকে। রোহমন এবং সুস্মিতার সম্পর্কের জটিলতা নিয়ে তিনি নিজেই মন্তব্য করেছেন। রোহমন তার প্রাক্তন প্রেমিকার সম্পর্কে স্পষ্টভাবে জানিয়েছেন যে, আমি এখনও বন্ধু হিসেবেই তার জীবনে আছি এবং আমাদের সম্পর্কের যাত্রা বন্ধুত্ব থেকে শুরু হয়েছিল। এ বন্ধুত্ব এখনও অটুট। যদিও সুস্মিতা তার প্রাক্তন প্রেমিকের ফিরে আসা নিয়ে কোনো মন্তব্য করেননি।
রোহমন জানান, দীর্ঘ সময় কোনো সম্পর্কের মধ্যে থাকলে তখন সেটি ছেড়ে চলে যাওয়ার কোনো মানেই হয় না। তিনি আরো বলেন, বর্তমানে তিনি সিঙ্গেল থাকলেও সুস্মিতার মতো বড় তারকার সঙ্গে তার নাম যুক্ত থাকার কারণে কেউ আর তাকে প্রেমের প্রস্তাব দেয় না। তবে তিনি প্রেমে বিশ্বাস হারাননি এবং আবারও ভালোবাসতে চান। সুস্মিতা সেন এবং রোহমন শোলের বিচ্ছেদের পরে সুস্মিতার জীবনেও কিছু পরিবর্তন এসেছে।
ললিত মোদী যখন সুস্মিতাকে প্রকাশ্যে প্রেমের কথা জানান, সেই সময় সুস্মিতা হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নেন। পরে সেখান থেকে সুস্থ হয়ে ফিরে এসে কাজ শুরু করার পরও রোহমনকে তার পাশে দেখতে পাওয়া যায়।
এসকে//