দক্ষিণ কোরিয়ায় ছড়িয়ে পড়া দাবানলে অন্তত ৩ জন দমকল কর্মী ও ১ জন সরকারি কর্মকর্তা নিহত হয়েছেন। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে সরকার।
শনিবার (২২ মার্চ) দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষের বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশ করে।
দেশটির দমকল বিভাগের একজন কর্মকর্তা এএফপিকে জানান, দাবানলে চারজনের প্রাণহানির তথ্য নিশ্চিত করা হয়েছে। তাদের মধ্যে তিনজন দমকল কর্মী এবং একজন সরকারি কর্মকর্তা।
জানা যায়, দাবানল থেকে অন্তত ১৫টি গ্রামের ২ শতাধিক বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।
দক্ষিণ কোরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সারাদেশে একযোগে দাবানলের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় উলসান এবং উত্তর ও দক্ষিণ গিয়ংসাং প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, দেশটিতে ছড়িয়ে পড়া এই দাবানল ও জলবায়ুর চরম পরিবর্তনের সঙ্গে তীব্র দাবদাহ-ভারী বৃষ্টিপাতের মতো বৈরি আবহাওয়ার সম্পর্ক রয়েছে।
এমএইচ//