বিদেশে বেড়ে ওঠা ফুটবলার তার নিজ দেশের হয়ে খেলবে, এমন চল বিশ্ব ফুটবলে পুরোনো। সম্প্রতি বাংলাদেশেও একাধিক নজির চোখে পড়েছে। সবশেষ হামজা চৌধুরী যুক্ত হয়েছেন লাল-সবুজের জার্সিতে। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতের বিপক্ষে অভিষেক হতে যাচ্ছে এই মিডফিল্ডারের।
বাংলাদেশ দল এখন ভারতের শিলংয়ে অবস্থান করছে। এদিকে অল-ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) একইরকম চিন্তা করছে। বিদেশে বেড়ে ওঠা ভারতীয় বংশোদ্ভূতদের জাতীয় দলে নেওয়া যায় কি না, এ বিষয়ে নীতিমালা তৈরি করতে যাচ্ছে দেশটির ফেডারেশন।
সম্প্রতি ভারতের বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট ইন্ডিয়া (পিটিআই) এসব তথ্য জানিয়েছে।
এআইএফএফের সভাপতি কল্যাণ চৌবে পিটিআইকে বলেন, আমরা একটি নীতিকাঠামো প্রস্তুত করছি, যার আওতায় বিদেশে অবস্থানরত ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড়দের দলে নেওয়া যাবে। অনেক দেশ এর মধ্যেই এমন নীতিমালায় কাজ করছে।’ এই খেলোয়াড়দের খেলাতে পারলে তারা ভারতীয় ফুটবলে ‘গেম চেঞ্জার’ হবে বলে মনে করেন কল্যাণ চৌবে।
ফিফার নীতিমালা হলো, একজন ফুটবলার যে দেশের হয়ে খেলতে ইচ্ছুক- সেই দেশের স্থায়ী নাগরিক হতে হবে।
ভারতের নিয়ম অনুযায়ী তারা দুই দেশের নাগরিকত্ব গ্রহণ করে না। এর আগে, ২০১২ সালে ভারতের হয়ে খেলার জন্য জাপানি পাসপোর্ট ত্যাগ করেন ইসুজিম আরাতা। ভারতের হয়ে তার অভিষেক হলেও, খেলেছেন মাত্র ৯ টি ম্যাচ।
এমএইচ//