পাকিস্তানের বেলুচিস্তানে চার পাকিস্তানি পুলিশসহ ৮ জনকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। পৃথক দুটি হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, শনিবার (২২ মার্চ) পাঞ্জাব প্রদেশের বেলুচিস্তানের কালাত জেলায় চার শ্রমিককে গুলি করে হত্যা করা হয়। এছাড়া নোশকি জেলায় একই ভাবে চার পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
কালাতের ডেপুটি কমিশনার এক বিবৃতিতে জানায়, ‘কালাতের মাঙ্গোচর শহরের মালংজাই এলাকায় "অজ্ঞাত হামলাকারীরা গুলি চালিয়ে চার শ্রমিককে হত্যা করে।’
এদিকে নোশোকির পুলিশ সুপার জানিয়েছে, মোটরসাইকেল আরোহী সশস্ত্র ব্যক্তিরা গরিবাবাদ এলাকায় টহলরত পুলিশের একটি দলের উপর গুলি চালায়। এতে ঘটনাস্থলেই চার পুলিশ সদস্য শহিদ হন। পুলিশ হামলাকারীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। নিরস্ত্র শ্রমিকদের লক্ষ্য করে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
এমএ//