দেশজুড়ে

ভারতে পালানোর সময় আ.লীগের সাবেক এমপি গ্রেপ্তার

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সাবেক সংসদ সদস্য আফজাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  রোববার মধ্যরাতে মেহেরপুর শহরের তাহের ক্লিনিক পাড়া থেকে তাকে আটক করা হয়।  মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবা উদ্দিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।   

মেজবা উদ্দিন বলেন,  মেহেরপুর পৌর শহরের তাহের ক্লিনিক পাড়ার মামুন হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে আফজাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।  কিশোরগঞ্জ জেলা পুলিশের একটি দল মেহেরপুরের উদ্দেশে রওনা দিয়েছে।  বিকেল নাগাদ তারা মেহেরপুরে পৌঁছাবে। তখন তাদের হাতে আফজাল হোসেনকে সোপর্দ করা হবে। 

পুলিশ সূত্র জানায়,  আফজাল হোসেন একটি চক্রের মাধ্যমে চুক্তি করে ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন।  আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তার অবস্থান সনাক্ত করা হয়।  পরে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে আফজাল হোসেনকে আটক করে।  আফজাল হোসেনের আশ্রয়দাতা মামুন হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।   

আফজাল হোসেন ২০০৮ সালে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।  এরপরে দ্রুত স্থানীয় রাজনীতিতে প্রভাব বিস্তার করেন।  তার বিরুদ্ধে খাল, বিল ও নদী দখলসহ রাজনৈতিক প্রতিপক্ষদের উপর অত্যাচার চালানোর অভিযোগ আছে।     

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন কিশোরগঞ্জ | সাবেক সংসদ সদস্য