এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে আগামীকাল, ২৫ মার্চ (মঙ্গলবার) মাঠে নামবে বাংলাদেশ ও ভারত। এই ম্যাচ সামনে রেখে প্রত্যাশার কথা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া।
সোমবার (২৪ মার্চ) বাংলাদেশ-ভারত ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কথা বলেন জামাল।
বাংলাদেশ দলের বর্তমান র্যাংকিং ১৮৫, অন্যদিকে ভারতের র্যাংকিং ১২৬। বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকলেও, এসব নিয়ে বাংলাদেশ অধিনায়ক তেমন ভাবছেন না। তিনি বলেন, 'র্যাংকিং নিয়ে চিন্তা করি না। আমাদের ফোকাস ম্যাচ জিততে হবে।'
জামাল ভারতকে বড় ভাইয়ের সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, ‘আপনি যখন বড় ভাইয়ের বিপক্ষে খেলতে চান তখন সব সময় জিততে চান, তাই নয়? আমরা কিন্তু তাই করতে চাই।’
বাংলাদেশ দলের নতুন মুখ হামজা চৌধুরী। যাকে নিয়ে গত এক সপ্তাহ ধরে আলোচনার শেষ নেই। ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা এই ফুটবলারের অভিষেক হতে যাচ্ছে ভারতের বিপক্ষে। হামজা প্রসঙ্গে জামাল বলেছেন, 'হামজা আসাটা আমাদের জন্য ইতিবাচক। অন্য খেলোয়াড়দের মানসিকতার পরিবর্তন হয়েছে। খেলোয়াড়রা এখন জিততে চায়।'
আগামীকালের ম্যাচ নিয়ে দর্শকদের আগ্রহ থাকবে বেশি, এই ম্যাচের চাপ আলাদাভাবেই বোধ করছেন জামাল ভুঁইয়া।
এমএইচ//