আর্কাইভ থেকে দেশজুড়ে

চট্টগ্রামে পুলিশ-হেফাজত সংঘর্ষে নিহত ৪

চট্টগ্রামে পুলিশ-হেফাজত সংঘর্ষে নিহত ৪

চট্টগ্রামের মোদী বিরোধি বিক্ষোভে পুলিশের সঙ্গে হেফাজত নেতা-কর্মীদের সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা জুমআর নামাজের পর বিক্ষোভ করলে পুলিশ বাঁধা দিলে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে বিক্ষোভকারী হাটহাজারী থানা ভাংচুর করে। জবাবে টিয়ারসেল এবং রাবার বুলেট ছোঁড়ে পুলিশ। সেখানে হতাহত হয়। 

শুক্রবার (২৬ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার।

হাটহাজারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘হেফাজত অনুসারীরা মিছিল করার চেষ্টা করে। এক পর্যায়ে তারা হাটহাজারী থানায় প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। সংঘর্ষ চলাকালে রাস্তায় পুলিশ অবস্থান নিলে হাটহাজারী মাদ্রাসা থেকে আগত অনুসারীরা নিয়ে পুলিশকে লক্ষ‌্য করে ইটপাটকেল ছোড়ে।’

হেফাজতের সহসাংগঠনিক সম্পাদক মীর ইদ্রিস বলেন, ‘পুলিশের গুলিতে কমপক্ষে ৭ জন ছাত্র গুলিবিদ্ধ হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বিনা উস্কানিতে পুলিশ ছাত্রদের মিছিলে গুলি চালিয়েছে।’

শেখ সোহান

এ সম্পর্কিত আরও পড়ুন চট্টগ্রামে | পুলিশহেফাজত | সংঘর্ষে | নিহত | ৪