অর্থনীতি

ঈদের ছুটিতে শিল্প এলাকায় দুই দিন খোলা থাকবে ব্যাংক

ঈদের ছুটিতে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন দেশের ব্যাংক বন্ধ থাকবে। তবে তৈরি পোশাক খাতের শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও রপ্তানি বিল সংক্রান্ত লেনদেন নির্বিঘ্ন রাখতে ২৮ ও ২৯ মার্চ কিছু পোশাক শিল্প এলাকার কিছু ব্যাংক খোলা থাকবে।

সোমবার (২৪ মার্চ) বাংলাদেশের ব্যাংকের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়,  ঈদের ছুটিতে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাকশিল্প এলাকার নির্দিষ্ট ব্যাংক শাখা খোলা থাকবে।

সংশ্লিষ্ট এলাকায় এসব ব্যাংকের শাখা শুক্রবার (২৮ মার্চ) সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত  খোলা থাকবেতবে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

অন্যদিকে শনিবার (২৯ মার্চ) সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবেআর লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত।

এছাড়া, সমুদ্র, স্থল ও বিমানবন্দরের পোর্ট ও কাস্টমস এলাকায় অবস্থিত ব্যাংক শাখা, উপশাখা ও বুথ ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দেয়া হয়েছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন ব্যাংক