বাংলাদেশের ফুটবল দর্শকদের জন্য এক স্মরণীয় দিন বলা যায়। বিশেষ করে যারা বাংলাদেশি-আর্জেন্টিনা সমর্থক, তাদের জন্য তো সোনায় সোহাগা। গতকাল সন্ধ্যায় ভারতের বিপক্ষে হামজাদের ম্যাচ হয়েছে গোলশূন্য ড্র। হতাশা থাকলেও, হামজার অভিষেক ম্যাচ মন ভরে উপভোগ করেছে এদেশের সমর্থকরা।
এরপর আজ, বাংলাদেশ সময় বুধবার ভোরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হয় ব্রাজিল ও আর্জেন্টিনা। এই ম্যাচে ব্রাজিলকে কোনোরকম পাত্তাই দেয়নি আকাশী-নীল দল। আর্জেন্টিনা ম্যাচটি জিতেছে ৪-১ গোলে।
ম্যাচের ৩৮ মিনিটে নিকোলাস তাগলিয়াফিকোর ফাউলকে কেন্দ্র করে মাঠের পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। সেখানে দেখা যায় ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারদেসকে উদ্দেশ্যে করে বলছেন, ‘তুমি খুব খারাপ মানুষ।‘
বিশ্বকাপ ও কোপা আমেরিকা জয়ের গর্ব থেকে এর উত্তর দিয়েছেন পারদেস। তিনি বলেন, ‘আমার একটি বিশ্বকাপ ও দুটো কোপা আমেরিকা আছে। তোমার কিছু নেই।‘
পারদেস ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা জিতেছেন। এছাড়াও ২০২২ সালের কাতার বিশ্বকাপ জয়ে আর্জেন্টিনা দলের অন্যতম সদস্য ছিলেন তিনি।
এমএইচ//