ভারতীয় টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রী মা ধারাবাহিকের ঝিলিক অর্থাৎ তিথি বসু। সম্প্রতি তার জীবনের একটি বিশেষ খবর অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন। কিছুদিন আগে মানালি সফরে যাওয়ার সময় তিথি ট্রেনে একটি বিতর্কে জড়িয়ে পড়েছিলেন। তবে এসব বিতর্কের পরেও তিনি তার জীবনের একটি নতুন অধ্যায়ের ঘোষণা দিয়েছেন। তিনি প্রেম করছেন এবং তার প্রেমিকের সঙ্গে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।
তার মানালি সফরের সাদা কালো ছবি শেয়ার করেছেন। এসব ছবিতে তাকে দেখা যাচ্ছে তার প্রেমিকের সঙ্গে যদিও তাদের মুখ স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। একটি ছবিতে তারা বরফে ঢাকা পাহাড়ের সামনে একে অপরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন, অন্য একটি ছবিতে দুজনেই দূরে কিছু দেখছেন এবং তৃতীয় ছবিতে তিথি তার প্রেমিকের বুকে মুখ লুকিয়ে রয়েছেন। ছবিগুলোর সঙ্গে তিথি লেখেন, 'আমি ওর, আর ও আমার। শেষ পর্যন্ত খালি আমি আর সে।'
এ পোস্ট করার কিছুক্ষণ পর তিথি সেটি ডিলিট করে দেন। তবে তার সম্পর্কের ঘোষণা দেওয়ার পর তাকে শুভেচ্ছা জানাতে ভরিয়ে দেন তার অনুরাগীরা। তার প্রতি ভালবাসা ও সমর্থন প্রকাশ করে অনেকে তার পোস্টে মন্তব্য করেন।
উল্লেখ্য, কিছুদিন আগে তিথি যখন ট্রেনে মানালির দিকে যাত্রা করছিলেন, তখন এক সহযাত্রী তাদের বিরুদ্ধে অভিযোগ তোলেন। অভিযোগে বলা হয়, তিথির দল নাকি ট্রেনে চিৎকার চেঁচামেচি করছিল এবং জোরে গান বাজাচ্ছিল। তবে তিথি পাল্টা জবাব দিয়ে জানান, তারা গান বাজালেও, অন্যান্য যাত্রীদের অনুরোধে সেটি বন্ধ করে দেন। তিথি জানান, ওই অভিযোগকারী ব্যক্তি ও তার দল আপত্তি করলেও বাকি সহযাত্রীরা তাদের সঙ্গে ছবি তুলেছেন এবং আড্ডায় যোগ দিয়েছেন।
তিথি তার ব্যক্তিগত জীবনকে প্রকাশ্যে নিয়ে এসে তার সম্পর্কের বিষয়টি সবার সঙ্গে শেয়ার করেছেন এবং তার অনুরাগীরা তাকে শুভেচ্ছা ও সমর্থন জানিয়েছেন।
এসকে//