মিয়ানমারের আরাকান রাজ্য থেকে নির্যাতনের মুখে পালিয়ে আসা বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করতে এশীয় নেতাদের এগিয়ে আসতে হবে। বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (২৭ মার্চ) হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের নিজ আবাস্থলে ফেরত পাঠাতে বৈশ্বিক প্রচেষ্টা নাটকীয়ভাবে হ্রাস পেলেও তা চলমান রয়েছে। এশিয়ার নেতাদের অবশ্যই একসঙ্গে এগিয়ে আসতে হবে এবং তাদের নিজ দেশে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করতে হবে।
অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশ গেলো সাত বছর ধরে ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। ফলে বাংলাদেশকে বিপুল সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত ব্যয় বহন করতে হয়েছে।
তিনি বলেন, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সম্প্রতি সংহতির নিদর্শনস্বরূপ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।
এসময় প্রধান উপদেষ্টা বিশ্ব সংকটের ওপর আলোকপাত করেন।
তিনি বলেন, বর্তমান বিশ্ব বহুমুখী সংকটে ভুগছে, যেখানে যুদ্ধ ও সংঘাত মানবাধিকারের ক্ষতি এবং অর্থনীতিকে ধ্বংস করছে।
তিনি আরও বলেন, ‘ফিলিস্তিন সংকট শুধু আরব বা মুসলিমদের বিষয় নয়, এটি একটি মানবিক সমস্যা।’
এমএ//