জাতীয়

মিয়ানমারে জরুরি ত্রাণ সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ

মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণের জন্য জরুরি ওষুধ ও ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে। প্রধান উপদেষ্টার নির্দেশে বাংলাদেশ বিমান বাহিনী ও সেনা বাহিনীর দুটি বিমান যোগে সাড়ে ১৬ টন ত্রাণ সামগ্রী পাঠানো হয়।

রোববার (৩০ মার্চ) দুপুরে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সশস্ত্র বাহিনী বিভাগের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ আলিমুল আমীন।

এদিকে বাংলাদেশ সেনাবাহিনী তাদের ফেসবুকে এক পোস্টে জানায়, মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশে বাংলাদেশ হতে মায়ানমারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে জরুরী ভিত্তিতে ত্রাণ সামগ্রী হিসেবে ঔষধ, তাবু, শুকনা খাবার এবং চিকিৎসা সেবা প্রদানের জন্য রেসকিউ টিম ও মেডিকেল টিম প্রেরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

প্রাথমিকভাবে আজ ৩০ মার্চ দুপুর ১২-৩০ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলা থেকে বিমান বাহিনীর ০১টি সি-১৩০জে বিমান এবং আর্মি এভিয়েশনের ০১টি কাসা সি-২৯৫ডব্লিউ বিমান জরুরী ত্রাণ সামগ্রীসহ মায়ানমারের ইয়াংগুন এর উদ্দেশ্যে রওনা করেছে।

সেনাবাহিনী জানায়, উদ্ধার কার্যক্রমের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর ২০ সদস্যের একটি বিশেষজ্ঞ অনুসন্ধান ও উদ্ধারকারী দল এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হতে ১০ সদস্যের একটি উদ্ধারকারী দল প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও, চিকিৎসা সেবা প্রদানের জন্য বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মায়ানমার সরকারের প্রয়োজন সাপেক্ষে পরবর্তীতে এই উদ্ধারকারী এবং মেডিকেল দলসমূহ প্রেরণ করা হবে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন বাংলাদেশ | মিয়ানমার