বেশ কয়েক বছর একই ছাদের নিচে একসঙ্গে থাকার পর পথ বিচ্ছেদ হয়েছেন দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বিজয় ভার্মা ও তামান্না ভাটিয়া।
তবে সম্পর্কে ভাঙন ধরলেও একে অপরের ভালো বন্ধু হয়ে থাকার কথা জানিয়েছেন। এত কিছুর পরও এড়ানো যায়নি চর্চা।
তামান্না-বিজয় ভক্ত অনুরাগীদের অনেকের মনে এখনও মিলিয়ন ডলারের প্রশ্ন-জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করার কথা চূড়ান্ত হলেও প্রবেশ পথ বন্ধ হলো কেন?
তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মার বিচ্ছেদ তাদের ভক্ত অনুরাগীদের বেশ হতাশ করেছে। কারণ অনুরাগীরা তাদের জুটি হিসেবে খুব পছন্দ করতেন।
তবে বিচ্ছেদ প্রসঙ্গে দুজনেই মুখে কুলুপ এঁটেছেন। এত দিন তামান্না বা বিজয় কাউকেই খুব একটা কথা বলতে দেখা যায়নি। তবে এবার এক সাক্ষাৎকারে বিজয় বিচ্ছেদের ব্যাপারে মুখ খুলেছেন।
সম্প্রতি ভারতীয় সংবাদ সংস্থা ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসকে (আইএএনএস) দেওয়া এক সাক্ষাৎকারে তামান্না ভাটিয়ার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন বিজয় ভার্মা।
তবে উপস্থাপকের সরাসরি প্রশ্নের জবাব এড়িয়ে বেশ ঘুরিয়ে বলেছেন, ‘আপনি সম্পর্কের কথা বলছেন, তাই না?
আমার মনে হয়, আইসক্রিমের মতো সম্পর্ককে উপভোগ করুন, তাহলে আপনি খুব সুখী থাকবেন।
এর অর্থ হল, যে ফ্লেভারই আসুক না কেন, তা গ্রহণ করুন এবং তা সঙ্গে নিয়ে এগিয়ে যান।’
তামান্না ও বিজয়ের প্রেমের শুরুটা বেশ সিনেমাটিক। নেটফ্লিক্সে সুজয় ঘোষের পরিচালনায় একসঙ্গে কাজ করার সময়ই তাঁদের প্রেমের শুরু।
সেই থেকেই তাঁদের রসায়ন নজর কাড়ে ভক্তদের। ক্যামেরার সামনেতাঁদের রোমান্স যেমন জমেছিল, বাস্তব জীবনেও তা আলাদা মাত্রা পেয়েছে।
প্রেমের ব্যাপারে কখনো লুকোচুরি করেননি এই জুটি। রেস্তোরাঁয় ডিনার, সিনেমার পার্টি, কিংবা পাবলিক ইভেন্ট—সব জায়গাতেই হাতে হাত ধরে ঘুরেছেন বেড়িয়েছেন।
পাপারাজ্জিদের ক্যামেরার সামনেওকোনও রাখঢাক ছিল না তাদের।
গেলো বছর সম্পর্কে থাকাকালীন বিজয়-তামান্না গণমাধ্যমকে কোনো রাখঢাক না রেখে সোজা সাপ্টা বলেছিলেন, তারা মুম্বাইয়ের একটি বিলাসবহুল বাড়ি খুঁজছেন। যেখানে বিয়ের পর সংসার করবেন তারা।
এই বিয়েতে কোনও ডেস্টিনেশন ওয়েডিংয়ের পরিকল্পনা নেই। ভারতেই ঘরোয়া পরিবেশে বিয়ের আয়োজন করা হবে। দুই পরিবারের সম্মতিতেই এগোচ্ছে সব পরিকল্পনা।
সম্পর্কে থাকার সময় তামান্না এক সাক্ষাৎকারে বলেছিলেন, বিজয়ের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে তিনি ভীষণ খুশি। তাঁরা একে অপরকে শুধু ব্যক্তিগত নয়, পেশাগত ক্ষেত্রেও সমর্থন করেন।
এমনকি তাঁদের ভালোবাসা ও বন্ধন নিয়ে বলিউডেও প্রশংসার ঝড় উঠেছিল।
প্রায় দুই বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন বিজয় ভার্মা ও তামান্না ভাটিয়া। চলতি বছরের মার্চ মাসের শুরুতে তাদের বিচ্ছেদের খবর প্র্রকাশ্যে আসে। তবে, তারা কেন আলাদা হলেন সে বিষয় এখনও স্পষ্ট নয়।
সম্প্রতি অভিনেত্রী রাভিনা ট্যান্ডনের হোলি পার্টিতে তাদের দেখা গেলেও তারা আলাদা আলাদা ভাবে তা উপভোগ করেছেন। বর্তমানে তামান্না এবং বিজয় উভয়েই তাদের কাজ নিয়ে ব্যস্ত।
এমআর//