জাতীয়

যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যের শুল্ক বিবেচনা করছে বাংলাদেশ : প্রেস সচিব

ফাইল ছবি

বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক রিভিউ করছে বলে জানিয়েছেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন,  জাতীয় রাজস্ব বোর্ড দ্রুত শুল্কহার যুক্তিসংগত করার বিকল্পগুলো খতিয়ে দেখছে, যা বিষয়টি সমাধানের জন্য জরুরি।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু এবং দেশীয় পণ্যের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য। ট্রাম্প প্রশাসন দায়িত্ব গ্রহণের পর থেকে  দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধির জন্য বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সাথে কাজ করে আসছেমার্কিন সরকারের সাথে  চলমান কাজ শুল্ক সমস্যা সমাধানে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ৩৭ শতাংশ শুল্ক আরোপের কয়েক ঘণ্টা পরেই এ সিদ্ধান্ত নিলো বাংলাদেশ।

 

আই/এ 

এ সম্পর্কিত আরও পড়ুন প্রেস সচিব