বিনোদন

ঐশ্বরিয়ার নামে যে গুজব রটে ছিলো

বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

এক সময় বলিউডের প্রথম সারির নায়িকাদের মধ্যে অন্যতম ছিলেন ঐশ্বরিয়া রায় বচ্চন।  ‘তাল’ , ‘হম দিল দে চুকে সনম’ , ‘জোশ’ , ‘গুরু’ , ‘যোধা আকবর’ এই সকল ছবির অংশ হয়ে তিনি বলিউডে প্রতিষ্ঠিত হয়েছিলেন।ঐশ্বরিয়া ‘বিশ্বসুন্দরী’ খেতাব জেতার পর অহংকার বেড়ে গেছে , তার নাকি মাটিতে পা পড়ত না।  অনেকে এমনটাই ধারণা করতো।  যার মধ্যে জিভিধ শর্মারও ছিল।

তবে যখন ‘তাল’ ছবির শুটিং শুরু হয় , তখন এই ধারণা পুরোপুরি বদলে যায়।   জিভিধ শর্মা নিজেই এক সাক্ষাৎকারে জানান , “অনেক ভক্ত অনুরাগীরা বলতো ,  ঐশ্বরিয়া অহংকারী হয়ে গেছে।  আমিও সেই একই ধারণাতেই ছিলাম।   কিন্তু শুটিংয়ের সময় যখন তার সঙ্গে কাজ করি , তখন বুঝতে পারি সে একদমই তেমন নয়।  সে খুবই সাধারণ , ভদ্র এবং পরিশ্রমী।“ 

জিভিধ আরও বলেন , “ঐশ্বরিয়ার সঙ্গে আমরা সাধারণত সিনেমার দৃশ্য নিয়ে আলোচনা করতাম।  ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা আলোচনা হতো না।  মাঝে মাঝে সে আমার মায়ের খোঁজও নিত।  তার এই ছোট ছোট বিষয়গুলোই আমাকে তার প্রকৃত চরিত্র বুঝতে সাহায্য করেছে।” 

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন ঐশ্বর্য রায় বচ্চন | জিভিধ শর্মা