সদ্য তোলা রঙিন ছবি সংযোজনসহ গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএমএস) পিডিএস-এর (পার্সোনাল ডাটা শিট) সকল ব্যক্তিগত তথ্য সকল সরকারি কর্মকর্তাদের নিজ দায়িত্বে জরুরি ভিত্তিতে হালনাগাদ করার জন্য চিঠি পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
রোববার (৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সকল সিনিয়র সচিব, সচিব, সকল বিভাগীয় কমিশনার ও সকল জেলা প্রশাসককে এ চিঠি পাঠানো হয়েছে। অধীনস্থ সকল কর্মকর্তাকে অবহিত করার জন্য চিঠিতে অনুরোধ করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহবুব-উল-আলম স্বাক্ষরিত নোটিশে বলা হয়, অনূর্ধ্ব ৬ মাসের মধ্যে তোলা রঙিন ছবি সংযোজনসহ জিইএমএস-এ পিডিএস-এর সকল ব্যক্তিগত তথ্য নিজ দায়িত্বে জরুরি ভিত্তিতে হালনাগাদ করার জন্য অনুরোধ করা হলো।
এতে আরও বলা হয়, যেসকল কর্মকর্তা নতুন রঙিন ছবি সংযোজনসহ জিইএমএস-এ পিডিএস-এর তথ্য হালনাগাদ করতে ব্যর্থ হবেন, তাদের কেস পদোন্নতির জন্য বিবেচিত হবে না বলেও চিঠিতে জানানো হয়েছে।
নোটিশ দেখতে এখানে ক্লিক করুন
এমএ//