টুকিটাকি

বিদায় অনুষ্ঠানে বক্তৃতা দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষার্থী

কলেজের বিদায় অনুষ্ঠানে হাসিমুখে মঞ্চে কথা বক্তৃতা দিচ্ছিলেন ছাত্রী। আচমকাই সংজ্ঞা হারিয়ে ছিটকে পড়ে গেলেন। দেখা গেল মৃত্যুর কোলে ঢলে পড়েছেন তিনি। এক কুড়ি বছরের তরুণীর এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্রে।

মৃতার নাম বরষা খারাট। তিনি রাজ্যের ধারাশিব জেলার আরজি শিণ্ডে কলেজে পড়তেন। এদিন ছিল তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। বাকি শিক্ষার্থীদের সঙ্গে তিনিও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। ভাষণ দিতে ওঠেন মঞ্চে। দেখা যায়, বেশ স্বচ্ছন্দেই তিনি কথা বলছেন। তার মুখে লেগেছিল হাসি। আচমকাই সংজ্ঞা হারিয়ে মঞ্চের মধ্যেই পড়ে যান বরষা। ছুটে আসেন আশপাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিরা। কিন্তু দেখা যায় তরুণীর শরীরে কোনও সাড়া নেই। অচিরেই পরিষ্কার হয়ে যায়, আর বেঁচে নেই তিনি। দ্রুত তাকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

জানা গেছে, ওই তরুণী ৮ বছর বয়সে হৃদরোগে ভুগেছিলেন। কিন্তু গত বারো বছরে সেই সংক্রান্ত শরীরী অসুবিধার মধ্যে পড়েননি বরষা। চিকিৎসকরা মনে করছেন, আচমরাই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। আর সেই কারণেই সঙ্গে সঙ্গেই মৃত্যুর কবলে পড়েছেন। এমন ঘটনায় স্তম্ভিত কলেজ কর্তৃপক্ষ। প্রকাশ করা হয়েছে গভীর শোক। একটি দিন পঠনপাঠন বন্ধ রাখার ঘোষণাও করা হয়েছে।

জেএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন বিদায় | কলেজের বিদায় অনুষ্ঠানে