টুকিটাকি

স্বামীর সঙ্গে ঝগড়ার পর দুই সন্তানকে গলা কেটে খুন…

দুই পুত্রকে গলা কেটে খুনের অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। তার পরেই চরম পদক্ষেপ করলেন ৩৫ বছরের তরুণী। যে বহুতলে তারা থাকতেন, সেখান থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি। এটি ভারতের হায়দরাবাদের ঘটনা। পুলিশ প্রাথমিক তদন্তে জেনেছে, স্বামীর সঙ্গে ঝগড়ার কারণেই এই চরম বর্বর কাজ করেন ওই মহিলা।

পুলিশ জানায়, বৃহস্পতিবার স্বামীর সঙ্গে ঝামেলা হয়েছিল ওই মহিলার। তার পরেই ডাব কাটার ছুরি নিয়ে দুই ছেলের গলায় তিনি কোপ দেন বলে অভিযোগ। মহিলার বড় ছেলের বয়স ১১ বছর। ছোট ছেলের বয়স ৯। পুত্রদের খুনের পরেই নিজে চরম পদক্ষেপ করেন।

স্থানীয়েরা থানায় খবর দেন। পুলিশ এসে মহিলার দেহ উদ্ধার করে। তার পরে ফ্ল্যাটে প্রবেশ করে দুই কিশোরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে।

মহিলার বড় পুত্রের ঘটনাস্থলেই মৃত্যু হয়। ছোট পুত্রকে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। ঘর থেকে সাত পাতার একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। তাতে মহিলা দাবি করেছেন, স্বামীর সঙ্গে ঝামেলা চলছিল। তার এবং তার সন্তানদের শারীরিক অসুস্থতাও ছিল। এসব কারণেই চরম পদক্ষেপ করেছেন।

জেএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন স্বামী | সন্তান | হত্যা | স্ত্রী