আন্তর্জাতিক

কঙ্গোতে নৌকায় আগুন, নিহত বেড়ে ১৪৮

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: এএফপি

পিপলস রিপাবলিক (ডিআর) কঙ্গোতে একটি যাত্রীবাহী নৌকায় আগুন লেগে ডুবে যায়। এ ঘটনায় অন্তত ১৪৮ জন নিহত হয়েছেন নিখোঁজ রয়েছেন আরও অনেকে। বুধবার (১৬ এপ্রিল) দেশটির উত্তরপশ্চিাঞ্চলে কঙ্গো নদীতে এই ঘটনা ঘটেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয় যন্ত্রচালিত নৌকাটি প্রায় ৫০০ জন যাত্রী বহন করছিলো। দুর্ঘটনার পর প্রায় ১০০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। 

ধারণা করা হচ্ছে নৌকার রান্নার স্থান থেকে আগুন লেগে এ দুর্ঘটনা ঘটে। নৌকাটিতে একজন নারী রান্নার জন্য আগুন জ্বালিয়েছিলেন। পাশেই ছিল নৌকার জ্বালানি। বিস্ফোরণ হলে আগুন ছড়িয়ে পড়ে এবং অনেক নারী ও শিশুর মৃত্যু হয়।

কঙ্গোতে নৌকাডুবি বিরল কোনো দুর্ঘটনা নয়। ২০২৪ সালে কঙ্গোর পূর্বাঞ্চলে কিভু হ্রদে একটি নৌকা ডুবে নিহত হয়েছিলেন ৭৮ জন। একই বছর ডিসেম্বরে পশ্চিমাঞ্চলে নদীতে নৌকাডুবে নিহত হন অন্তত ২২ জন। এর আগে ২০২৩ সালে কঙ্গোর ইকুয়েটুর প্রদেশে একটি নৌকা ডুবে অন্তত ৪৭ জন নিহতের খবর পাওয়া গিয়েছিল।

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন কঙ্গো | নৌকাডুবি | আগুন