টুকিটাকি

ভিসা বাতিল : ভারতীয় মাকে মামাবাড়িতে রেখে পাকিস্তানে ফিরল দুই শিশু

কাশ্মীরের পহেলগাঁও কাণ্ডের পর ভারত এবং পাকিস্তানের মধ্যে শুরু হয়েছে কূটনৈতিক লড়়াই। এই লড়াইয়ের অঙ্গ হিসাবেই পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিলের সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি। জানানো হয়, পাকিস্তানিদের দেয়া ভারতের বৈধ ভিসা ২৭ এপ্রিল থেকে বাতিল বলে গণ্য হবে। তার পর থেকেই ভারত ছাড়তে থাকেন ভিসা নিয়ে এ দেশে আসা পাকিস্তানিরা। এই তালিকায় রয়েছে পাকিস্তানের এক কিশোর-কিশোরীও, যারা অসুস্থ নানীকে দেখতে দিল্লিতে মামাবাড়িতে এসেছিল। কিন্তু পরিস্থিতির ফেরে মাকে ভারতে রেখেই পাকিস্তানে ফিরতে হচ্ছে তাদের। তারা হলো ১১ বছর বয়সের জ়ৈনব আর ৭ বছরের জানিশ।

কয়েক দিন আগেই অসুস্থ নানীকে দেখতে দিল্লিতে মামাবাড়িতে আসে দুজন। তাদের মা ভারতের নাগরিক। বর্তমান পরিস্থিতিতে ভারতের কাউকে পাকিস্তানে যেতে নিষেধ করেছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়। এমনকি ভারতের যে সকল নাগরিক ও দেশে রয়েছেন, তাদের ফিরে আসার নির্দেশ দেয়া হয়েছে। এই পরিস্থিতিতে মাকে মামাবাড়িতে রেখেই ফিরতে হচ্ছে ওই ভাই-বোনকে।

পাকিস্তানে ফেরার সময় দুজনেরই চোখে পানি। জ়ৈনবের জানায়,‘ মাকে ছাড়া বাঁচতে পারব না।’ আর বোন জানিস বলছে, ভেতরে খুব কষ্ট হচ্ছে। জানি না আমরা দুজন এবার কী করে থাকব।’ বয়সে ছোট হলেও তারা জানে কী কারণে তাদের ভিসা বাতিল করা হয়েছে। দুজনেই চায় পহেলগাঁওয়ে যারা নিরীহ মানুষদের গুলি করে মেরেছে, সেই জঙ্গিদের শাস্তি হোক। তারা এটাও চায় যে, তাদের মাকে পাকিস্তানে যাওয়ার অনুমতি দেয়া হোক। কূটনৈতিক টানাপড়েনে আপাতত মাকে ছাড়়াই পাকিস্তানে ফিরছে জ়ৈনব-জানিশ।

 

জেএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন দিল্লি | কাশ্মীরে | পাকিস্তানে