জাতীয়

দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ বিপর্যয় তদন্তে ৮ সদস্যের কমিটি গঠন

দেশের দক্ষিণাঞ্চলে গতকাল শনিবার (২৬ এপ্রিল) ভয়াবহ গ্রিড বিপর্যয়ের ফলে খুলনাসহ বেশ কয়েকটি জেলা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। এই ঘটনার তদন্তে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় ৮ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। 

রোববার (২৭ এপ্রিল) মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে এই কমিটির ঘোষণা দেওয়া হয়। কমিটির মূল দায়িত্ব হবে গ্রিড বিপর্যয়ের সঠিক কারণ চিহ্নিত করা, দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠান নির্ধারণ করা এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করা। 

তদন্ত কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী। 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, বুয়েটের অধ্যাপক ড. মো. এহসান, খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. ফিরোজ শাহ, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য (পিঅ্যান্ডডি) মো. শহীদুল ইসলাম, ওজোপাডিকোর প্রধান প্রকৌশলী মো. আবদুল মজিদ, বিপিডিবির সিস্টেম প্রটেকশন ও টেস্টিং কমিশনিং সেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আতিকুর রহমান, পিজিসিবির ট্রান্সমিশন-১ এর প্রধান প্রকৌশলী মো. ফয়জুল কবির এবং বিদ্যুৎ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মাজহারুল ইসলাম।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন বিদ্যুৎ বিপর্যয় | দক্ষিণাঞ্চল | বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় | তদন্ত কমিটি