খেলাধুলা

দেশের মাটিতে হামজার অভিষেক নিয়ে ইতিবাচক বার্তা

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

হামজা চৌধুরীর অভিষেক বাংলাদেশের জার্সিতে হয়ে গেছে। তবে সেই অভিষেক তো আর ঘরের মাটিতে হয়নি, হয়েছে ভারতের মাটিতে। এবার দেশের মাটিতে তার অভিষেক নিয়ে আলোচনা চলছে। যেখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) চাওয়া, হামজার অভিষেক হবে জাতীয় স্টেডিয়ামেই।

রোববার (৬ এপ্রিল) জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে জাতীয় স্টেডিয়ামে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। সেখানে কথা বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

এশিয়ান কাপ বাছাইয়ের পরবর্তী ম্যাচে বাংলাদেশ লড়বে আগামী ১০ জুন। সেই ম্যাচটি জাতীয় স্টেডিয়ামে আয়োজনের চেষ্টা দেখা যাবে। যদিও স্টেডিয়ামটিতে সংস্কার কাজ অলমান রয়েছে। এখনো নিশ্চিত নয় যে সেখানে ম্যাচ অনুষ্ঠিত হবে কি না।

অবশ্য জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি হওয়া নিয়ে খুব বেশি অসুবিধা দেখছেন না ক্রীড়া উপদেষ্টা। তিনি বলেন, 'কাজ প্রায় শেষ। তাবিথ ভাইয়ের (বাফুফে সভাপতি) সঙ্গে আমার কথা হয়েছে। বাফুফে মাঠের ঘাসের আরও একটু কাজ করবে। আমাদের লাইটিং ও অন্যান্য কাজও শেষের দিকে। আমাকে জানানো হয়েছে, এক মাসের মধ্যে মাঠ প্রস্তুত হয়ে যাবে। খেলা আয়োজনে তো সমস্যা দেখছি না।'

তিনি আরও বলেন, 'আমরা আগামীকাল থেকে মাঠের কাজ শুরু করতে চাই। এক থেকে দেড় মাসের মধ্যে এখানে অন্য কাউকে মাঠ বরাদ্দ না দেওয়ারও অনুরোধ করেছি। আশা করি, মাঠসহ আরও কিছু কাজ আমরা নির্ধারিত সময়ের মধ্যে করতে পারব।' 

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন হামজা চৌধুরী | বাংলাদেশ | আসিফ মাহমুদ | যুব ও ক্রীড়া উপদেষ্টা