ওয়াকফ সংশোধনী বিলে স্বাক্ষর করেছেন ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। একারনে সংসদে পাস হওয়া বিলটি আইনে পরিণত হলো। তবে এই বিলের সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে ভারতের সর্বোচ্চ আদালতে রিট করেছেন অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি (এএপি)।
দিল্লির ওখলা এলাকা থেকে নির্বাচিত আম আদমি পার্টির বিধায়ক এবং দিল্লি ওয়াক্ফ বোর্ডের চেয়ারম্যান আমানতুল্লাহ খান সুপ্রিম কোর্টে এই রিট আবেদন দায়ের করেছেন।
তিনি আবেদনে বলেছেন, এই বিল মুসলিমদের ধর্মীয় ও সাংস্কৃতিক স্বায়ত্তশাসনের অধিকার হরণ করছে। সংখ্যালঘুদের ধর্মীয় ও ধর্মীয়-চ্যারিটেবল প্রতিষ্ঠান পরিচালনার মৌলিক অধিকার খর্ব করছে। এসব যুক্তিতে বিলটি অসাংবিধানিক ঘোষণা করার দাবি জানিয়েছেন তিনি।
এর আগে গেলো বুধবার (২ এপ্রিল) ভারতের বিদ্যমান ওয়াকফ আইন সংস্কার নিয়ে আলোচনা শুরু করে দেশটির সংসদ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি) কর্তৃক প্রস্তাবিত এই বিলটি সরকারকে ওয়াকফ সম্পত্তির উপর অবাধ নিয়ন্ত্রণ প্রদান করবে।
সরকার এবং বিরোধী দলের মধ্যে কয়েক ঘণ্টা ধরে উত্তপ্ত বিতর্কের পর, বুধবার গভীর রাতে লোকসভায় ওয়াকফ সংশোধনী বিলটি পাস হয়। বিলটির পক্ষে ২৮৮ ভোট পড়ে এবং বিপক্ষে ২৩২ ভোট পড়ে।
এমএ//