কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই মাঠে নামলেন লিওনেল মেসি। যদিও নিশ্চয়তা পাওয়া যায়নি আগে। সোমবার (৭ এপ্রিল) ঠিকই মাঠে নেমে গোল করেছেন মেসি, দলকে এনেছেন সমতায়।
মেজর লিগ সকারের ম্যাচে টরন্টো এফসির বিপক্ষে একটি গোল করেন মেসি। পিছিয়ে থাকা ইন্টার মায়ামি সমতায় ফেরে এই আর্জেন্টাইন তারকার গোলে। ফলে পয়েন্ট তালিকাতেও একটি পয়েন্ট যোগ হয়েছে।
ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে হওয়া গোল দুইটি হয়েছে প্রথমার্ধের যোগ করা সময়ে। দ্বিতীয় মিনিটে টরন্টোকে গোল এনে দিয়েছেন ফেদেরিকো বের্নারদেস্কি। যোগ করা সময়ের একেবারে পঞ্চম ও শেষ মিনিটে গিয়ে গোল করে বসেন মেসি। ফলে ফেদেরিকোর করা গোলটির উদযাপনের মধ্যেই যেন বারুদ হলেন আর্জেন্টাইন তারকা।
চলতি এমএলএসে মেসি চার ম্যাচ থেকে ৩ গোল করেছেন। মায়ামিতে যোগ দেওয়ার পর এটি তার ৪০তম গোল।
এমএইচ//