ঈদ আসতেই শোবিজ অঙ্গনে শুরু হয়ে গেছে বিয়ের ধুম। এরইমধ্যে বিয়ে হয়েছে দেশের কয়েকজন তারকার।
গেলো শুক্রবার (৪ এপ্রিল) বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেতা শামীম হাসান সরকার। একইদিনে আরেকটি সুখবর এসেছে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রাবা খানও একই দিনে বিয়ে করেছেন আরাফাত মহসিন নিধির সঙ্গে। তাদের বিয়েতে ভক্তরা উচ্ছ্বসিত হয়ে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন।
তবে বিয়ের খবর এখানেই থেমে থাকেনি। খুব বেশি সময় না পেরিয়েই ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জামিল হোসেনও বিয়ের পিঁড়িতে বসেছেন। দীর্ঘদিনের প্রেমিকা অভিনেত্রী মুনমুন আহমেদ মুনের সঙ্গে সম্পর্কটি এবার পরিণয়ে রূপ নিল।
রোববার (৬ এপ্রিল) রাতে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়েছে এবং মুনের সঙ্গে এক ছবি শেয়ার করে জামিল লিখেছেন, “আলহামদুলিল্লাহ”।
এদিকে জামিল এবং মুনের বিয়ের খবর নিশ্চিত হওয়ার আগেই অভিনেত্রী মনিরা মিঠু সামাজিক মাধ্যমে তাদের বিয়ের একটি ভিডিও প্রকাশ করেন। এরপরেই ভক্তরা, সহকর্মীরা, এবং শিল্পীরা তাদের নতুন জীবনের জন্য শুভকামনা জানাতে শুরু করেন।
জামিলের স্ত্রী পরিচয়ে মুন একজন ছোট পর্দার দক্ষ অভিনেত্রী। তারা একসঙ্গে বেশ কিছু নাটকে কাজ করেছেন এবং সেখান থেকেই তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। মুন বিজ্ঞাপনে মডেল হিসেবে পরিচিতি পেলেও পরে টেলিভিশন নাটকে অভিনয় করে দর্শকদের কাছে নিজের জায়গা করে নিয়েছেন। তাছাড়া তিনি ‘কাগজ’ নামক একটি সিনেমাতেও অভিনয় করেছেন।
এসকে//