নওগাঁর পোরশায় নিজ বাড়ি থেকে দুই ভাই-বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (০৭ এপ্রিল) ভোরে উপজেলার তেতুলিয়া ইউনিয়নের পূর্ববাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- স্থানীয় মৃত তোফাজ্জল হোসেনের ছেলে নুর মোহাম্মদ (৫৫) ও মেয়ে রেজিয়া বেগম (৫৮)।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে একসঙ্গে বসবাস করতেন দুই ভাই-বোন। সম্প্রতি তাদের কোনো খোঁজ না পাওয়ায় ও ঘর থেকে দুর্গন্ধ বের হলে এলাকাবাসী বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ির ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগেই তাদের মৃত্যু হয়েছে।
পোরশা থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব আলম জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এসি//