শনিবার(৫ এপ্রিল) সোশ্যাল মিডিয়ায় পৃথা নিজের একাউন্টে এক পোস্টে বিচ্ছেদের খবর জানান। যা মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে। যার কারণে তার ভক্ত-অনুরাগীরা হতাশ হয়ে পড়েন। তবে এই বিষয়টিকে তার স্ত্রীর মজার ছলে করা বলে জানান তারই স্বামী সুদীপ।
রোববার তার একাউন্টে একটি ভিডিও পোস্ট দিয়ে বলেন, "পৃথা তার একাউন্টে এক পোস্টে ডিভোর্সের কথা লিখেছিল। সেইটা আমি জানতাম না। কারণ আমি তখন শুটিংয়ে ব্যস্ত ছিলাম। পৃথা বারবার আমাকে ফোন দিয়েছিল, কিন্তু আমি ফোন ধরতে পারিনি। পরে বাড়ি ফিরে জানতে পারি, তার পোস্ট নিয়ে এত আলোচনা হচ্ছে।
সুদীপ ভিডিওতে বলেন, আমরা একসঙ্গেই আছি এবং আমাদের সম্পর্ক নিয়ে চিন্তা করার কিছুই নেই। নেগেটিভ নিউজ নিয়ে মাথা ঘামাবেন না। সুদীপের ভিডিও পোস্টের পর পৃথা তার বিচ্ছেদ সংক্রান্ত পোস্টটিও ডিলিট করে দেন।
সুদীপ-পৃথা দম্পতির সোশ্যাল মিডিয়ায় পরিচয় থেকে সম্পর্কের সূচনা হয়েছিল। প্রায় ২৫ বছরের বয়সের ব্যবধান থাকা সত্ত্বেও তাদের সম্পর্ক পরিণয়ে রূপ নেয়। বর্তমানে তাদের ঘরে দুই সন্তান রয়েছে।
উল্লেখ্য, এর আগে অভিনেত্রী দামিনী বেণি বসুর সঙ্গে সুদীপ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। পরে সেই সম্পর্কের ইতি টেনেছিল। বিচ্ছেদ হওয়ার পরে আবার নতুন করে পৃথার সঙ্গে ঘর বাঁধে। বেশ কিছুদিন আগে তাদের একসঙ্গে ছোট পর্দার জনপ্রিয় গেম শো ‘ইস্মার্ট জোড়ি’ তে দেখা গিয়েছিল। যেখানে তাদের সম্পর্কের রসায়ন দর্শকদের মন জয় করে।
বর্তমানে সুদীপ ‘চিরসখা’ ধারাবাহিকে ‘স্বতন্ত্র’ চরিত্রে অভিনয় করছেন। যেখানে তিনি আবারও দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।
এসকে//