পাকিস্তান সুপার লিগের (পিএসএসল) লিগ খেলতে দেশ ছেড়েছেন লিটন দাস ও রিশাদ হোসেন। এবারের আসরে তাদের অংশ নেওয়া নিয়ে বেশকিছু দ্বিধা থাকলেও, তারা শেষপর্যন্ত খেলতে গেলেন।
পিএসএলের পুরো মৌসুম খেলার জন্যই অনাপত্তিপত্র পেয়েছেন লিটন ও রিশাদ। করাচি কিংসের হয়ে খেলবেন লিটন, রিশাদ খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে।
নাহিদ রানা বাংলাদেশের তরুণ পেসার। তিনিও সুযোগ পেয়েছেন পিএসএলে। তবে জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ থাকায় পেসার নাহিদ টুর্নামেন্টের শুরুতে খেলতে পারবেন না। সিরিজের প্রথম টেস্ট শেষ করে পাকিস্তানের যাওয়ার কথা রয়েছে। তিনি যদি খেলেন, এটিই তার প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগের অভিজ্ঞতা হবে।
আগামী ১১ এপ্রিল পর্দা উঠছে পিএসএলের। যেখানে ৬ দলের অংশগ্রহণে মোট ৩৪ টি ম্যাচ হবে। ভেন্যু ৪ টি; লাহোর, করাচি, মুলতান ও রাওয়ালপিন্ডি। আগামী ১৮ মে, লাহোরে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
এমএইচ//