বিনোদন

বাড়ির বিদ্যুতের বিল দেখে কাকে দুষছেন কঙ্গনা?

বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

কঙ্গনা রানৌত বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সেই সাথে হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্রের সাংসদও। সম্প্রতি একটি বিষয় নিয়ে কথা বলেছেন তিনি।

অভিনেত্রী জানান, মানালির রাজকীয় বাড়ির বিদ্যুৎ বিল এক লাখ টাকা এসেছে ।  অথচ তিনি সেখানে খুব কম সময়ই থাকেন।  তারপরও এমন বিল আসা ব্যাপারটা তিনি মেনে নিতে একটু লজ্জা বোধই করেছেন। 

মানালির বাড়ি তার স্বপ্নের ঘর ।  তবে কাজের জন্য বেশিরভাগ সময়ই তিনি মুম্বাই বা দিল্লিতেই থাকেন।  তবুও বাড়ির বিদ্যুৎ বিলটি দেখে তার চক্ষু ছানাবড়া   তিনি বলেন, আমার কাছে এই বিষয়টি খুবই অদ্ভুত লেগেছে ।  আমার বাড়িতে আমি থাকি না।  তারপরও এক লাখ টাকা বিদ্যুৎ বিল আসে কিভাবে।  এটা আমার জন্য একেবারেই লজ্জাজনক।

তিনি বলেন , এমন পরিস্থিতি দেখে আমি খুবই দুঃখিত।  এই ঘটনা নিয়ে হিমাচল প্রদেশের কংগ্রেস সরকারের বিরুদ্ধে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের একসঙ্গে এগোতে হবে।  এই সরকার রাজ্যের জন্য ক্ষতিকর।  আমাদের রাজ্যকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে হবে কারণ এরা নেকড়ে।  আমাদের রাজ্যকে এদের হাত থেকে কবল থেকে মুক্ত করতে হবে।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন কঙ্গনা রানৌত | মান্ডি লোকসভা